Tumgik
mdhadisur-blog · 7 years
Text
poem
-------আমার গ্রাম ___লেখা: হাদিসুর রহমান। আমার গ্রাম ছোট্র অতি সবুজ পাতায় ঘেরা, চারপাশেতে পাকপাখালি ডেকে ডেকে সারা। দিঘির পাড়ে মেঘের দলে করে উঁড়াউঁড়ি, ডাঙ্গার মাঝে ধান কুড়ায় গাঁয়ের কুঁজো বুড়ি। রাখাল ছেলে ছুটে চলে উঠে গরুর গাড়ি, কৃষক ছুটে ফ্যাত করিয়া হাতে কাঁচি দড়ি। সবুজ ঘাসে ছেয়ে আছে আমার সোনার ডাঙ্গা, ঘরে ঘরে সুখে ভরা থাকুক না চাল ভাঙ্গা। সরল সোজা বড্ড অতি গাঁয়ের লোক সকল, সোনা-দানা নেই যে তাদের আছে সোনার ফসল। বিলের থেকে শাপলা তুলে ফিরে সবে ঘরে, পুকুর থেকে ডুবিয়ে ডুবিয়ে পুঁটিমাছ ও ধরে। গায়ের মেঠো পথে চলে গরু-মহিশের গাড়ি, ঢেঁকি বেনে ধান ভাঙ্গে সবে বাড়ি বাড়ি। ছোট ছোট ডিঙি নৌকা গাঁয়ের খালে খালে, ছোট-বড় মাছ ধরে ভেসাল ফেলে জলে। সকাল হলে গাঁছি ছুটে খেজুর গাছের তলে, বাঁকে হাড়ি বেঁধে তারা যে যার মত চলে। চারপাশেতে সুখ আর সুখ মোদের গাঁয়ে ভরা, বন-লতায় ছেয়ে আছে মোদের গ্রাম সারা। সন্ধ্যা নামে দিঘির পাড়ে জোঁনাকিদের মেলা, বাঁশ-বাগানে চলতে থাকে ঝিঁঝিঁ পোঁকার খেলা। এক-দুটো ডাহুক ডাকে বেত বাগানের ফাঁকে, চাঁদের আলো ভেদ করে গাছগাছালির ফাঁকে। কলসি কাঁধে ছুটে চলে গাঁয়ের রমনী, দিঘির জলে গোসল করে অঙ্গে মেখে পানি। গোসল করে ফিরে যখন ভরা কলসি কাঁধে, ভেজা শাড়ির আচল খানি লতাপাতায় বাধে। রাত পোহালে মোরগ বাগে গাঁয়ের ঘরে ঘরে, যে যার মত ছুটে চলে আবার নতুন করে। এমন গ্রাম আর কোথাও নেই বিশ্ব ধারা, সকল গাঁয়ের সেরা সে যে মায়ায় মায়ায় ভরা।
0 notes