Tumgik
#সাব ইনস্পেক্টর
atikurrashid · 1 year
Video
youtube
বায়োমেট্রিক্স ৫
আজ আমরা জানবো “#বায়োমেট্রিক ” আবিষ্কারে #ইতিহাস। ব্রিটিশ আমলে বাংলায় অপরাধী শনাক্ত করা হতো অ্যানথ্রোপমেট্রি (মানবদেহের আকৃতি) পদ্ধতিতে। স্যার হেনরি এই পদ্ধতিতে বেশ ত্রুটি দেখতে পান। তাই ১৮৯৩ সালে অপরাধের সঙ্গে জড়িত লোকেদের বাঁ হাতের বুড়ো আঙুলের টিপ নেওয়ার নির্দেশ দেন।  এর বছর তিনেক পর ধরা পড়া প্রত্যেক অপরাধীর দুই হাতের ১০ আঙুলের ছাপ নেওয়া বাধ্যতামূলক করে। কিন্তু সমস্যা দেখা দেয় আঙুলের ছাপ নেওয়া এসব কাগজপত্র ফাইলভুক্ত করা নিয়ে। এ কাজের জন্যই লোক দরকার হয় তার। ১৮৯২ সালে বেঙ্গল পুলিশের মহাপরিদর্শক স্যার এডওয়ার্ড রিচার্ড হেনরি পুলিশের সাব-ইনস্পেক্টর হিসেবে নিয়োগ দেন কাজী আজিজুল হক ও হেমচন্দ্র কে। এবং ফিঙ্গারপ্রিন্টের 'হেনরি ক্লাসিফিকেশন সিস্টেম' তৈরি করার ভার দেন এ দুজনের ওপর। কলকাতার রাইটার্স বিল্ডিংয়ে আজিজুল তৈরি করলেন সিস্টেমের গাণিতিক ভিত্তি। চলবে
0 notes
donetbd · 2 years
Text
ট্রেনে কাটা হাজারো লাশ উদ্ধারকারীর মৃত্যু ট্রেনে কাটা পড়েই
ট্রেনে কাটা হাজারো লাশ উদ্ধারকারীর মৃত্যু ট্রেনে কাটা পড়েই
ট্রেন দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোই ছিল তার দায়িত্ব। এছাড়া রেল দুর্ঘটনায় বিষয়েও গণমাধ্যমে খবর পাঠাতেন, সতর্ক করতেন দেশবাসীকে। সারা জীবন ট্রেন ও রেললাইনের ঘটনা নিয়ে কাজ করা ব্যক্তি নিজেই মারা গেলেন ট্রেনের নিচে কাটা পড়ে! ঘটনাটি ভারতের হরিয়ানার পানিপথের। নিহত ব্যক্তির নাম ঈশ্বর সিং। তিনি দেশটির রেল পুলিশের সাব-ইনস্পেক্টর পদে চাকরি করতেন। গত ৩২ বছর ধরে পানিপথ জিআরপিতে…
Tumblr media
View On WordPress
0 notes
cbn24 · 2 years
Text
থানার মধ্যেই মহিলাকে দিয়ে গা টেপালেন পুলিশ অফিসার!
অনলাইন ডেস্ক: ছেলের জামিনের জন্য পুলিশ আধিকারিকের কাছে গিয়েছিলেন এক মহিলা। অভিযোগ, তাঁকে দিয়ে থানার ভিতরেই গা টেপান সাব-ইনস্পেক্টর শশিভূষণ সিন্‌হা। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ওই পুলিশ আধিকারিককে তড়িঘড়ি সাসেপন্ড করা হয়েছে। ঘটনাটি বিহারের সহরসা জেলার নাওহাট্টা থানার। একটি ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এক পুলিশ আধিকারিক অর্ধনগ্ন হয়ে বসে আছেন। এক মহিলা তাঁর গা টিপছেন। এবং অন্য এক…
Tumblr media
View On WordPress
0 notes
careermessage · 2 years
Photo
Tumblr media
বাংলাদেশ পুলিশ এসআই বা সাব-ইনস্পেক্টর এর কঠিন ৫ টি ক্ষমতা ! Power of Bangladesh Police Sub-Inspector contentstudio.page.link/f3mW Details Video
0 notes
Text
জন্মাষ্টমীতে স্বস্তির খবর আক্রান্তের সংখ্যা কমেছে অনেকটাই
জন্মাষ্টমীতে স্বস্তির খবর আক্রান্তের সংখ্যা কমেছে অনেকটাই
Tumblr media
  মহুয়া ঘোষাল দুর্গাপুর ১১ আগস্ট ২০২০
রবিবারে আক্রান্তের সংখ্যা ছিল ৪৫ । দুর্গাপুর মহকুমায় রবিবারে আক্রান্ত হয়েছিল ৪৫ জন । কিন্তু জন্মাষ্টমীতে স্বস্তির খবর দুর্গাপুরে । আজ মঙ্গলবার  আক্রান্তের সংখ্যা কমে হয়েছে ১৩ । দুর্গাপুর মহকুমায় কড়নায় আক্রান্তের সংখ্যা ১৩ । এদিকে সুস্থতার হারও বাড়ছে বলে জানা গিয়েছে স্বাস্থ্য দপ্তর সুত্রে ।
কাঁকসা থানায় এক সাব ইনস্পেক্টর করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে…
View On WordPress
0 notes
infonews24 · 4 years
Text
তুতিকোরিনে হেফাজতে মৃত্যু: গ্রেফতার ৪ পুলিশকর্মী, বাজি ফাটিয়ে সেলিব্রেশন স্থানীয়দের
তুতিকোরিনে হেফাজতে মৃত্যু: গ্রেফতার ৪ পুলিশকর্মী, বাজি ফাটিয়ে সেলিব্রেশন স্থানীয়দের
[ad_1]
Tumblr media
এই সময় ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুর তুতিকোরিনে পুলিশ অত্যাচারে মৃত পি জয়রাজ এবং তাঁর ছেলে জে বেনিকস-এর মৃত্যুতে অভিযুক্ত তিন পুলিশকর্মীকে গ্রেফতার করল CB-CID। সেই আনন্দে বাজি ফাটিয়ে সেলিব্রেট করলেন স্থানীয়রা।
এই ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবারই গ্রেফতার করা হয়েছিল বরখাস্ত হওয়া সাব ইনস্পেক্টর রাগু গণেশকে। বৃহস্পতিবার ভোর রাতে গ্রেফতার হয় সাব ইনস্পেক্টর বালাকৃষ্ণণ এবং…
View On WordPress
0 notes
paathok · 4 years
Photo
Tumblr media
New Post has been published on https://paathok.news/96125
ভারত থেকে বাংলাদেশে গোপনে পুশব্যাক চলছে'
.
ভারতের নানা প্রান্ত থেকে অবৈধ বাংলাদেশী সন্দেহে আটক নারী-পুরুষদের দলে দলে কলকাতায় নিয়ে এসে গোপনে ও জোর করে সীমান্ত পার করিয়ে দেওয়া হচ্ছে বলে মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করছে।
গত শনিবার রাতে দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোর থেকে ট্রেনে করে নিয়ে আসা কথিত বাংলাদেশীদের এমনই একটি দলকে বিএসএফের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা থাকলেও মানবাধিকার কর্মীদের বিক্ষোভের মুখে পশ্চিমবঙ্গ পুলিশ তাদের সাময়িক আশ্রয় দিতে বাধ্য হয়েছে।
তবে এর আগেই বেশ কয়েক দফা ‘পুশব্যাক’ করা হয়ে গেছে বলে তারা জানাচ্ছেন – আর ভারতের সরকার, পুলিশ বা সীমান্ত-রক্ষী বাহিনী গোটা বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটে রয়েছে।
বস্তুত গত সপ্তাহেই কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন-রাতের টেস্ট উদ্বোধন করতে এসেছিলেন। অভিযোগ উঠছে, ঠিক সে সময় নাগাদই শহরের অন্য প্রান্তে কথিত বাংলাদেশীদের নিয়ে এসে বিএসএফের মারফত তাদের সীমান্ত পার করিয়ে দেওয়ার একাধিক ঘটনা ঘটেছে।
পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি বা এপিডিআরের সাধারণ সম্পাদক ধীরাজ সেনগুপ্তর কথায়, “ঘটনাটা যা ঘটেছে তা অত্যন্ত খারাপ হয়েছে বলেই আমরা রিপোর্ট পেয়েছি।”
তিনি বলেন, “এই কথিত বাংলাদেশীদের এনে রাতের বেলায় পশ্চিমবঙ্গ সরকারের হাতে তুলে দিলে তাদের থাকার ব্যবস্থা করা হয়।” “পরদিন সকালে বিএসএফের হাতে এদের হস্তান্তর করার পর ৩২ জনের একটা দলকে এরা সীমান্ত পার করিয়ে দেয় বলে আমাদের কাছে খবর এসেছে।” “আরও জেনেছি, বাংলাদেশে ঢোকার পর ভারত থেকে আসা অনুপ্রবেশকারী বলে এদের নাকি সেখানেও জেলে পোরা হয়েছে”, বলছিলেন ধীরাজ সেনগুপ্ত। এই কথিত বাংলাদেশীদের সবচেয়ে বড় দলটি শনিবার বিকেলে কলকাতার কাছেই হাওড়া রেলস্টেশনে এসে পৌঁছায়।
এদেরকে যাতে কিছুতেই বিএসএফের হাতে তুলে না-দেওয়া হয় সেই দাবিতে মানবাধিকার কর্মীরা স্টেশনে আগে থেকেই বিক্ষোভ দেখাচ্ছিলেন – আর সেখানে ছিলেন বিজ্ঞানী ও অ্যাক্টিভিস্ট নিশা বিশ্বাস।
নিশা বিশ্বাস বিবিসিকে বলেছেন, “ব্যাঙ্গালোর থেকে একটা বিশেষ ট্রেনের দুটো কামরা রিজার্ভ করে ষাট জনের মতো কথিত বাংলাদেশীদের হাওড়াতে নিয়ে আসা হয়।”
তিনি বলেন, “যতজন লোক ছিল দলটায়, প্রায় ততজনই পুলিশ ছিল সঙ্গে। আর উর্দিতে নন, তারা সবাই ছিলেন সাদা পোশাকে।”
“ট্রেনের সব যাত্রী নেমে যাওয়ার পর এই দলটাকে এক লাইন করে হাঁটিয়ে নিচে নামানো হয়। প্ল্যাটফর্মের পাশে দুটো পুলিশ ভ্যানও দাঁড়িয়ে ছিল, জানি না ওদের নিয়ে যেতেই সেগুলো এসেছিল কিনা!”
“তবে আমরা বিক্ষোভ দেখাচ্ছিলাম বলে তাদের ভ্যানে তোলার চেষ্টা করা হয়নি। পুরো দলটাকে এক কোনায় মাথাগুনতি করে বসিয়ে রাখা হয়।” “ট্রেন এসেছে বিকেল চারটেয়, আর রাত দশটা-সাড়ে দশটা অবধি ওদের ওই কোনাতেই ঠায় বসিয়ে রাখা হয়। আমরাও ততক্ষণ ওখানেই দাঁড়িয়ে ছিলাম। পরে দুটো পুলিশ ভ্যানে করে ছেলে আর মেয়েদের আলাদা করে সরিয়ে নিয়ে যাওয়া হয় বলেই খবর পেয়েছি,” জানাচ্ছেন নিশা বিশ্বাস। ব্যাঙ্গালোর থেকে হাওড়া পর্যন্ত তাদের ওই ট্রেন-যাত্রায় এই কথিত বাংলাদেশীদের ফলো করেছেন ‘দ্য ফেডারেল’ নামের একটি এনজিওর প্রতিবেদক সুদীপ্ত মণ্ডল।
মাঝপথে তিনি তাদের কয়েকজনের সঙ্গে ট্রেনের জানালা দিয়ে কথাও বলতে পেরেছেন। তারা কেউ বলেছেন, “আল্লাহর দয়ায় এখন ভালয় ভালয় দেশে ফিরতে পারলেই বাঁচি।”
কেউ আবার জানিয়েছেন, “আমার ভাইয়ের নাম সাইফুল, ব্যাঙ্গালোরের সেন্ট্রাল জেলে আটক আছে – দেখুন না ওকে ছাড়ানো যায় কি না!” সুদীপ্ত মণ্ডল নিজেও বিবিসিকে বলেছেন, মাঝপথে এই নারী-পুরুষদের কোথাও নামিয়ে দেওয়া হবে এই জল্পনাও ছিল প্রবল। তার কথায়, “একজন মহিলা ও একজন পুরুষ সাব-ইনস্পেক্টর, এই দুজন জুনিয়র পুলিশ কর্মকর্তা এই গোটা দলটার তদারকি করছিলেন। কিন্তু কলকাতায় পৌঁছে এই বাংলাদেশীদের নিয়ে কী করা হবে, তাদেরকে বারবার সে প্রশ্ন করেও কোনও জবাব পাইনি।”
তিনি বলেন, “আর ট্রেন বাংলায় ঢোকার আগে থেকেই জল্পনা শুরু হয়, সংবাদমাধ্যমকে এড়াতে এদের মাঝের কোনও স্টেশনে নামিয়ে নিয়ে সরাসরি বিএসএফের হাতে তুলে দেওয়া হবে। সেরকম কিছু হচ্ছে কিনা, সেটা দেখতে প্রতিটা স্টেশনে নেমেই আমি ওদের কামরার দিকে দৌড়ে যাচ্ছিলাম।” মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্ডিয়ার সাবেক কর্মকর্তা অরিজিৎ সেন মনে করছেন, এখানে ভারতের সবচেয়ে বড় অন্যায়টা হল বিদেশি নাগরিকদের ডিপোর্টেশনের যেটা স্বীকৃত পদ্ধতি, সেটার কোনও পরোয়াই করা হচ্ছে না।
অরিজিৎ সেন বিবিসিকে বলছিলেন, “১৯৪৬ সালের ফরেনার্স অ্যাক্ট অনুসারে, এরা যদি অবৈধ অনুপ্রবেশকারী হয়েও থাকে তাহলে আদালতে পেশ করে তারা যে অবৈধভাবে ভারতে ঢুকেছে সেটা আগে প্রমাণ করা দরকার। তারপর কনস্যুলার অ্যাকসেসের প্রশ্ন আসে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অনেকগুলো ধাপ পেরিয়ে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এদের ডিপোর্ট করার ব্যবস্থা করতে হয়।”
“এটা একটা দীর্ঘ ও সময়সাপেক্ষ পদ্ধতি, আর এটা করা হলে তবেই কাউকে ডিপোর্ট করা যায়। কিন্তু এরা তো সেই পদ্ধতির ধারে-কাছেও যাচ্ছে না, বরং মনে হচ্ছে এরা যেন একটা ক্লিনিং অপারেশনের মতো কিছু করছে।”
“ক্রিকেট ম্যাচকে ঘিরে যেখানে ভারত-বাংলাদেশ নিবিড় সম্পর্কের কথা বলা হচ্ছে, অথচ তার পাশাপাশি এখানে যে ন্যূনতম মানবাধিকারটুকু নিশ্চিত করা দরকার ছিল সেটা কিন্তু আদৌ হচ্ছে না,” বলছিলেন অরিজিৎ সেন।
ভারতের বেশ কয়েকটি রাজ্যের পুলিশ, সরকারি এজেন্সি ও বিএসএফের মধ্যে সমন্বয় ছাড়া এধরনের অপারেশন চালানো সম্ভব নয়। কিন্তু এই সব সংস্থার সঙ্গে দিনভর নানাভাবে যোগাযোগ করা হলেও তাদের কেউই এ বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি হয়নি। সূত্র: বিবিসি
0 notes
sentoornetwork · 4 years
Text
পথ দুর্ঘটনার বলি হলেন রাজ্য পুলিশের মহিলা অফিসার
New Post has been published on https://sentoornetwork.com/senior-police-officer-died-in-accident/
পথ দুর্ঘটনার বলি হলেন রাজ্য পুলিশের মহিলা অফিসার
পথ দুর্ঘটনার বলি হলেন রাজ্য পুলিশের মহিলা অফিসার
নিজস্ব সংবাদদাতা: করোনা মোকাবিলায় রাজ্য সরকারের পূর্ব নির্ধারিত লকডাউন শুক্রবার। আর লকডাউনের মধ্যে ভয়াবহ দুর্ঘটনায় বলি হলেন কলকাতা পুলিশের প্রথম মহিলা ওসি দেবশ্রী চট্টোপাধ্যায়। তাঁর বাড়ি কলকাতার বেহালার পর্ণশ্রীতে। তিনি রাজ্য পুলিশের ১২ব্যাটেলিয়নের কম্যান্ডিং অফিসার ছিলেন। শিলিগুড়ির ডাবগ্রামে ছিল তাঁর পোষ্টিং। সূত্রের খবর, এ দিন সকাল ৬টা নাগাদ দাদপুর থানা এলাকায় জাতীয় সড়কের উপরে একটি ১২ চাকার বালি বোঝাই ট্রাকের পিছনে ধাক্কা মারে দেবশ্রীর গাড়ি। প্রচণ্ড গতিতে ছিল তাঁর গাড়ি। বালির ট্রাকটি রাস্তার ধারেই দাঁড়িয়ে ছিল। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। প্রচণ্ড গতিতে ধাক্কা মারার জন্য গাড়ির সঙ্গে সঙ্গে দুমড়ে মুচড়ে গিয়েছিল পুলিশ আধিকারিকের দেহ। তাঁর সঙ্গে তাঁর গাড়ির চালক মনোজ সাহা ও দেহরক্ষী তাপস বর্মনকে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দেবশ্রী চট্টোপাধ্যায় কলকাতা পুলিশে সাব ইনস্পেক্টর হিসাবে যোগ দিয়েছিলেন। পুলিশ সূত্রে জানানো হয়, কলকাতা পুলিশের অন্যতম দক্ষ অফিসার বলে পরিচিত ছিলেন তিনি। সেদিন তিনি শিলিগুড়ি থেকে বেহালার পর্ণশ্রীর বাড়িতে ফিরছিলেন। ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে।আশঙ্কা তাঁর গাড়ির ড্রাইভার হয়ত ঘুমিয়ে পড়ে তাই এই দুর্ঘটনা। দেহ এখন হুগলির ইমামবাড়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ছবি সৌজন্য: ফেসবুক
আরও পড়ুন: মানুষের মতো বাসা বাঁধে পাখিও
0 notes
kazirahat · 4 years
Text
কাশ্মীরে সেনা অফিসারকে গুলি করে আত্মঘাতী কনস্টেবল
কাশ্মীরে সেনা অফিসারকে গুলি করে আত্মঘাতী কনস্টেবল
ভারত শাসিত জম্মু-কাশ্মীরে এক সেনা অফিসারকে গুলি করে আত্মহত্যা করেছে সশস্ত্র সীমা বলের (এসএসবি) এক সদস্য।
সোমবার রাতে ঘটনাটি ঘটেছে কুলগমের জেলা আদালত চত্বরে।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানায়, ঘটনার দিন রাতে আদালত চত্বরে এসএসবির অষ্টম ব্যাটালিয়নের ডিউটি ছিল। সেখানে এসএসবির এক কনস্টেবল অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর পদমর্যাদার অফিসারকে সার্ভিস রাইফেল থেকে গুলি করে হত্যা করেন।
জানা গেছে, আদালত চত্বর…
View On WordPress
0 notes
amarnews · 4 years
Text
করাচির স্টক এক্সচেঞ্জ ভবনে সন্ত্রাসী হামলা, নিহত ১০
করাচির স্টক এক্সচেঞ্জ ভবনে সন্ত্রাসী হামলা, নিহত ১০
[ad_1]
আমার নিউজ:: পাকিস্তানের করাচিতে স্টক এক্সচেঞ্জ ভবনে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে ৪ জঙ্গিসহ ১০ জন নিহত হয়েছেন। খবর দ্যা ডন’র।
সোমবার (২৯ জুন) সকালে উচ্চ নিরাপত্তা এলাকায় এ হামলা চালানো হয়।
স্থানীয় পুলিশের বিবৃতিতে জানা যায়, পাকিস্তান স্টক এক্সচেঞ্জ কম্পাউন্ডে সন্ত্রাসী হামলায় একজন সাব ইনস্পেক্টর এবং চার জন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। সন্ত্রাসীরা গ্রেনেড ও স্বয়ংক্রিয় র���ইফেল নিয়ে হামলা…
View On WordPress
0 notes
few-favorite-things · 4 years
Text
crpf : কোভিড আতঙ্কে কাশ্মীরে আত্মঘাতী সিআরপিএফ জওয়ান - kashmir: covid-19 fear suicide in crpf
crpf : কোভিড আতঙ্কে কাশ্মীরে আত্মঘাতী সিআরপিএফ জওয়ান – kashmir: covid-19 fear suicide in crpf
এই সময় ডিজিটাল ডেস্ক: করোনা সংক্রমণের আশঙ্কা করে, সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে কাশ্মীরে আত্মহত্যা করলেন কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী, সিআরপিএফের এক জওয়ান। আত্মঘাতী ওই জওয়ান সাব-ইনস্পেক্টর পদমর্যাদার। মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়। তাতেই কোভিড-১৯ নিয়ে দুশ্চিন্তার উল্লেখ ছিল।
পুলিশ সূত্রে খবর, সোমবার কাশ্মীরের অনন্তনাগে আত্মঘাতী ফতেহ সিং ছিলেন সিআরপিএফের ৯৬ ব্যাটেলিয়নের…
View On WordPress
0 notes
dailynobobarta · 4 years
Text
গোলাপগঞ্জে দিনেদুপুরে দুঃসাহসিক চুরি
New Post has been published on https://is.gd/7StW3N
গোলাপগঞ্জে দিনেদুপুরে দুঃসাহসিক চুরি
মাসুদ রনি : সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ৩ নং ফুলবাড়ি ইউনিয়নের কিসমত মাইজভাগ দক্ষিণপাড়া গ্রামে দিনে দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। উক্ত গ্রামের আব্দুল মতিন ও আব্দুল মুনিমের বাড়িতে আজ শুক্রবার দুপুর ২ ঘটিকায় এই ঘটনা সংঘটিত হয়েছে। ঘটনাস্থলে গিয়ে জানা যায় বাড়িওয়ালা আব্দুল মতিন স্বপরিবারে চিকিৎসা জনিত কাজে সিলেট শহরে ছিলেন। নির্জন বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়ির স্টিলের দরজায় থাকা তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে।দুপুর ২ টার পরে আব্দুল মতিনের ভাতিজা বাড়িতে এসে তালা ভাংগা দেখে এই ঘটনা দেখতে পান এবং প্রতিবেশী ও নিকটাত্মীয়ের অবগত করেন। আশপাশের লোকজন জানান শুক্রবার জুম্মার নামাজে সবাই চলে যাওয়ায় নির্জন বাড়ি পেয়ে চুরের দল বাড়ির স্টিলের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে ৪টি স্টিল আলমারি ভেঙ্গে নগদ ৫ হাজার টাকা, প্রায় ১৮ ভরি স্বর্ণ ও কিছু কাপড়চোপড় নিয়ে চম্পট দেয়। দিনে দুপুরে চুরি হওয়ায় ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় গোলাপগঞ্জ থানার সাব- ইনস্পেক্টর মোঃ জালাল ঘটনাস্থল পরিদর্শন করেন।তিনি জানান,তদন্ত করে এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
0 notes
business24bd · 5 years
Text
মনিব মারা গেছে তাই খাওয়া ছেড়ে দিয়েছে উট
মনিব মারা গেছে তাই খাওয়া ছেড়ে দিয়েছে উট
মনিবের জন্য একটি উট খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে। ঘটনাটি ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদের। উটটির মনিবের নাম শিবরাজ গাধভি। পেশায় তিনি গুজরাট পুলিশের সাব-ইনস্পেক্টর। সম্প্রতি তিনি মারা গেছেন।
ভারতীয় একটি সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, শিবরাজ গাধভির প্রাণের চেয়েও বেশি প্রিয় ছিল পোষ্য উট। প্রতিদিন কাজে বেরোনোর আগে পোষ্যকে নিয়মমতো খাবার দিয়েও যেতেন ওই পুলিশ কর্মকর্তা। পোষ্য উটটিও তার প্রভু ছাড়া…
View On WordPress
0 notes
bartabangla · 5 years
Text
পুলিশের মৃত্যুতে খাওয়া বন্ধ করল পোষা উট
পুলিশের মৃত্যুতে খাওয়া বন্ধ করল পোষা উট
পশুদের মধ্যে সবচেয়ে প্রভুভক্ত কোন প্রাণি? কোনো কালক্ষেপণ না করেই সবার মুখ দিয়েই যে উত্তরটি বেরিয়ে আসবে তা হলো কুকুর। তবে এবার বোধহয় এ তালিকায় যোগ হলো মরুভূমির জাহাজখ্যাত উট। মনিবের জন্য একটি উট খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে। ঘটনাটি ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদের। উটটির মনিবের নাম শিবরাজ গাধভি। পেশায় তিনি গুজরাট পুলিশের সাব-ইনস্পেক্টর। সম্প্রতি তিনি মারা গেছেন।
ভারতীয় একটি সংবাদমাধ্যমের খবরে জানানো…
View On WordPress
0 notes
pinknutreview · 6 years
Text
অফিসে ধর্ষণ ও মারধরের শিকার চাকরিপ্রার্থী তরুণী (ভিডিও)
অফিসে ধর্ষণ ও মারধরের শিকার চাকরিপ্রার্থী তরুণী (ভিডিও)
অনলাইন ডেস্ক
বন্ধুর অফিসে চাকরির জন্য গিয়েছিলেন এক তরুণী। তবে স্বেচ্ছায় যাননি। বন্ধু তাকে চাকরি দেবে বলে ডেকে পাঠায়। এ জন্যই গিয়েছিলেন। কিন্তু অফিসে গিয়ে ধর্ষণ ও মারধরের শিকার হন। এমন অভিযোগ করেন ওই তরুণী। 
গত ২ সেপ্টেম্বর দুপুর ৩টায় ভারতের দিল্লির উত্তম নগর এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনার ঝড় উঠে। 
ভিডিওতে দেখা যায়, নির্মমভাবে তরুণীর চুলের মুঠি ধরে মারধর করা হচ্ছে। ওই তরুণীকে টেনে নিয়ে তাকে কিল, চড় মারা হয়। তার পেটে লাথিও মারা হয়। করা হয় গালিগালাজ।
পরে পুলিশের কাছে লিখিত অভিযোগে করেন নির্যাতিত তরুণী। তিনি বলেন, রহিত আমাকে ওর বন্ধুর অফিসে কাজের জন্য ডেকে পাঠায়। আমি সেখানে গেলে আমাকে ধর্ষণ করা হয়। ওই ঘটনার কথা আমি পুলিশকে জানাব বলতেই রহিত আমাকে মারধর করতে শুরু করে।
যার বিরুদ্ধে অভিযোগ তিনি হলেন রহিত সিংহ তোমর। এই যুবক দিল্লি পুলিশের (মধ্য) নারকোটিক্স বিভাগের অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর অশোক সিংহ তোমরের ছেলে। রহিতেরই এক বন্ধু গোটা ঘটনার ভিডিও করেন। 
পুলিশ জানায়, অফিসটি পরিচালনা করেন রহিতের বন্ধু আলি হাসান। ২১ বছর বয়সী ওই তরুণী ওই অফিসে গিয়েছিলেন চাকরির খোঁজে।
এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের নির্দেশে শুক্রবার রহিতকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৬ এবং ৩৫৪ নম্বর ধারায় মামলা 
করেছে পুলিশ। খবর: আনন্দবাজার
ইত্তেফাক/জেডএইচ
(function() { var referer="";try{if(referer=document.referrer,"undefined"==typeof referer)throw"undefined"}catch(exception){referer=document.location.href,(""==referer||"undefined"==typeof referer)&&(referer=document.URL)}referer=referer.substr(0,700); var rcel = document.createElement("script"); rcel.id = 'rc_' + Math.floor(Math.random() * 1000); rcel.type = 'text/javascript'; rcel.src = "http://trends.revcontent.com/serve.js.php?w=75227&t="+rcel.id+"&c="+(new Date()).getTime()+"&width="+(window.outerWidth || document.documentElement.clientWidth)+"&referer="+referer; rcel.async = true; var rcds = document.getElementById("rcjsload_83982d"); rcds.appendChild(rcel); })();
© ittefaq.com.bd
from The Daily Ittefaq :: The Daily Ittefaq RSS Feed RSS https://ift.tt/2CSSLqi via IFTTT
0 notes
newsroom-bd-blog · 7 years
Photo
Tumblr media
প্রথম থেকে সপ্তম শিক্ষক নিবন্ধিতদের তথ্য লোপাট ভূপেন্দ্র নাথ রায় (দিনাজপুর প্রতিনিধি)।। মহামান্য হাইকোর্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ১ম থেকে ১২তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সনদধারীদের মেধাতালিকা প্রস্তুত ও প্রকাশের নির্দেশে এনটিআরসিএ সারা দেশের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ২২ হাজার ৫৬৭টি শূন্য পদের তালিকা হাইকোর্টে দাখিল করেছে। একইসঙ্গে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ৮ম থেকে ১২তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সনদধারীদের মেধাতালিকাও আদালতে দাখিল করা হয়েছে। সূত্র জানায়, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক অ্যাফিডেভিট আকারে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করা হয়। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষের সহকারী পরিচালক মো. লোকমান হোসেন স্বাক্ষরিত এই প্রতিবেদন আদালতে দাখিল করেন ব্যারিস্টার কাজী মাইনুল হাসান। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির। প্রতিবেদনে বলা হয়েছে, জেলা শিক্ষা অফিসারদের মাধ্যমে সংগৃহীত দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পদ ও বিষয় ভিত্তিক ২২ হাজার ৫৬৭টি পদের একটি তালিকা আদালতের বিবেচনার জন্য পেশ করা হলো। প্রায় প্রতিদিন প্রতিমাসে অবসর, মৃত্যু, চাকরি ত্যাগ ইত্যাদি নানাবিধ কারণে শূন্যপদের সংখ্যা পরিবর্তিত হয়। প্রতিবেদনে উত্তীর্ণ সনদধারীদের মেধাতালিকা সম্পর্কে বলা হয় ১ম থেকে ৭ম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের উপজেলা ও জেলা ভিত্তিক কোন কোন তথ্য এনটিআরসিএ-এর দফতরে সংরক্ষিত না থাকায় ওই ৭টি নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের মেধা তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি। এরপরও আদালত প্রয়োজন মনে করলে ১ম থেকে ৭ম নিবন্ধন এবং বিশেষ নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ২ লাখ ৪৩ হাজার ৬৮৩ জন প্রার্থীর জেলা, উপজেলার তথ্য নতুন করে সংগ্রহ করে একটি মেধা তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হবে। প্রতিবেদনে আরও বলা হয়, ৮ম থেকে ১২তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের উপজেলা, জেলা ও জাতীয় ভিত্তিক মেধাক্রম অনুযায়ী বিষয় ভিত্তিক মেধা তালিকা প্রস্তুত করা হয়েছে। উল্লখ্য, গত ২৮ মে একইসঙ্গে ৩০ জুলাই এর মধ্যে বাংলাদেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের শূন্যপদের তালিকা চাওয়া হয়। সাধারণ নিবন্ধিতদের সাথে কথা হলে তারা জানায়, এই অসম্পূর্ণ শূণ্য পদের লিস্ট নিয়ে সন্তুষ্ট নয়। তদের অভিযোগ গত লিস্টে শূন্য পদ ছিল প্রায় ৫২ হাজার। এর মধ্যে তিনটি ধাপে প্রায় ১২ হাজার নিবন্ধিত প্রার্থী নির্বাচিত হয়। স্বভাবতই ৪০ হাজার পদ শূন্য থাকার কথা সেখানে এনটিআরসিএ মাত্র ২২৫৬৭টি পদ হাইকোর্টে দাখিল করে। তাহলে এটা পুরোপুরি প্রতারণা বলে অভিযোগ করেছেন নিবন্ধিতরা। আবার এনটিআরসিএ দায়িত্ব অবহেলা কিংবা উদ্দেশ্য প্রণোদিতভাবে ১-৭ম শিক্ষক নিবন্ধিতদের তথ্য উপাত্ত লোপাট করেছে বলে অভিযোগ করেছে বঞ্চিত নিবন্ধিতরা। এ ব্যাপারে ১-৭তম নিবন্ধিত কয়েকজন প্রার্থী এনটিআরসিএ'র বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ তোলেন। রংপুর গঙ্গাচড়া উপজেলার গণিত বিষয়ের নিবন্ধনধারী ব্রজেন্দ্র নাথ সরকার এ ব্যাপারে বলেন, আমার ৪র্থ ও ৫ম নিবন্ধন করা আছে। এনটিআরসিএ'র শিক্ষক নির্বাচনে দরখাস্ত করে নিজ উপজেলায় শূন্যপদ থাকা সত্বেও নিয়োগ হয়নি বরং আলম বিদিতর উচ্চ বিদ্যালয় এবং কোলকোন্দ মোহাম্মদ আলী মেমোরিয়াল স্কুলে রংপুর সদর ও পীরগাছা থেকে শিক্ষক নেয়। সেখানে আমি গঙ্গাচড়া উপজেলার বাসিন্দা হয়েও শিক্ষক হিসেবে নির্বাচিত হতে পারিনি। এখন এনটিআরসিএ'র দূনীতির জালে মনে হয় সারাজীবন বেকারত্বের অভিশাপ নিয়ে বাঁচতে হবে। রংপুর সদরের রোখসানা (ছদ্মনাম) নামের এক গৃহিনী বলেন, আমি ১৯৯৭ সালে এসএসসি পাশ করে ২০০৫ এ মাস্টার্স করি। ৭ম নিবন্ধনে পাশ করার পর বসে আছি। এনটিআরসিএ'র আজগুবি গল্পে বিস্মিত না হয়ে পারিনা। একটার পর একটা এই প্রতিষ্ঠানের কর্মকর্তারা জগা-খিচুড়ি গল্প বানিয়ে যাচ্ছে আর সরকার তা বিশ্বাস করছে। এদিকে বরিশাল সদর থেকে তারেকুল ইসলাম বলেন, এখন তারা (এনটিআরসিএ) হাইকোর্টে বলে কিছু তথ্য আছে কিছু তথ্য নেই। পৃথিবীর কোন সরকারি অফিস থেকে যারা সার্টিফিকেট দেয়, সার্টিফিকেট খোয়া যেত পারেনা। ইট'স ইমপসিবল, টোটালি ইমপসিবল। এটা ডাকাতি, স্পষ্ট ডাকাতি। এরা আমাদের সাথে স্রেফ প্রতারণা করছে। এটা কোন সুস্থ্য মস্তিষ্ক সম্পন্ন কোন নাগরিক মেনে নিতে পারেনা। আমি ৬ষ্ঠ নিবন্ধনধারী। ২০১২ সালে সার্টিফিকেট ওঠানোর জন্য এনটিআরসিএ'র সাবেক অধিদপ্তর বর্তমান ন্যাম ভবনে গেলে জনৈক উপ-পরিচালক ডাটাবেজে ১-৭ম নিবন্ধিতদের কোন তথ্য নেই। আমি প্রশ্ন করলে তিনি বলেন, ক্লার্কদের দায়িত্ব দেয়া ছিল কিন্তু তারা কিভাবে যে খুইয়ে ফেলল? মানুষ মাত্রই ভুল হয়। তারেক এক পর্যায়ে উত্তেজিত হয়ে বলে, সরকারি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সরকারের টাকা খাইয়া কিভাবে পাবলিকের আমানত নষ্ট করতে পারে? এরা টাকার বিনিময়ে ৬০ হাজার জাল সার্টিফিকেট দিয়েছে যাদের তারা আজ বহাল তবিয়তে সরকারি এমপিও খাচ্ছে। আমার কাছে তথ্য আছে। এই ব্যাপারে দুদকের বিশেষ টিম মাউশি অধিদপ্তরে গেলে মাউশি কর্মকর্তারা তাদের ঢুকতে দেয়নি। চাকরির আশায় দিনাজপুর চিরিরবন্দরের আরিফুজ্জামান দিনাজপুরের ৮৩ জনের গ্রুপ থেকে হাইকোর্টে একটি রীট করে। কিন্তু গত ৩০ জুলাইয়ের এনটিআরসিএ'র জবানবন্দিতে হতাশ। এরা ৮-১২ তম নিবন্ধনধারীদের মেরিট লিস্ট জমা দিয়েছে। ১-৭ম নিবন্ধিতদের কোন তথ্য না থাকায় আমাদের কোন লিস্ট করা হয়নি যা হতাশাব্যঞ্জক। এনটিআরসিএ'র দায়িত্ব জ্ঞানহীনতায় কেন আমরা সাফার করব? দিনাজপুর খানসামার নাম প্রকাশ��� অনিচ্ছুক এক নিবন্ধিতের সাথে কথা হলে জানায়, আমি সপ্তম নিবন্ধন পরীক্ষায় অবতীর্ণ হয়ে নব্বই শতাংশের উপরে মার্কস পাই। ভেবেছিলাম কোন প্রকার ডোনেশন ছাড়াই বেসরকারী প্রতিষ্ঠানের শিক্ষক হবো। পারিবারিক অসচ্ছতার মধ্যেও ইংরেজি বিষয়ে অনার্স ও মাস্টার্স পাশ করি। বাপের জমি বিক্রি করে সাহস পাইনি কোন প্রতিষ্ঠানে কিংবা সরকারি কোন অফিসে চাকরি নিতে। ২০০৫ সালে মেধায় সাব ইনস্পেক্টর অব পুলিশ পদে ভাইভা পর্যন্ত গেলেও সংখ্যালঘু বলে সেবার চাকরি হয়নি। ওইবার ৭৮৬টি পদের মধ্যে ১২০জন আমরা মেধায় টিকেছিলাম। তারপরও ভাগ্যের পরিহাসে চাকরি হয়নি। ঠিক এরকম বাকী গুলোতেও। এখন এনটিআরসিএ'র হুটহাট নিয়মে উপজেলা কোটায় সর্বোচ্চ নম্বর পাওয়া সত্বেও এমপিও শিক্ষক হওয়ার স্বপ্ন, স্বপ্নই থেকে যাবে। তিনি ১-৭ম সহ সকল নিবন্ধিতদের ব্যাপারে সুষ্ঠ সমাধান করতে প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন।
0 notes